থাকতে দম রাজাধিরাজ
     দম ফুরালে লাশ,
না ফেরার দেশে যাবে
      সেথায় চির বাস।
  
ষোল আনা পুঁজির হিসাব
        বুঝে নিবে সাঁই,
কম পড়লে পড়বে ধরা
         মুক্তির উপায় নাই।
  
কুপথ ছেড়ে সুপথে চল
        ওরে সুবল ভাই
অন্তর ইন্দ্রিয়ের বিচার করে
          চলিস যেন তাই।

ভবো লীলা সাঙ্গ হলে
         ভবসিন্ধু পারে,
পারের কড়ি ছাড়া পারে
         জাবি কেমন করে।

কাগজের নোট রুপার টাকায়
       নাজাত তুমি পাবে না,
   শুদ্ধি হলে এই দেহ মন
        নরকের ভয় থাকবে না।