সারাবিশ্বে ঘুরে দেখেছি
   দুর্বল শতে শতে,
দুর্বল শুধুই নির্যাতিত
    সবলের নিষ্ঠুর হাতে।

দুর্বলতার সুযোগ নিয়ে
    শাবল চালায় সবলের দল,
চোখ রাঙিয়ে কেড়ে নিয়ে যায়
       দুর্বলের স্থাবর সম্বল।

দুর্বলের শুধুই আহাজারি
    কষ্টে কাটে দিবা রাত,
স্রষ্টার উপর ভরসা রেখেই
দুর্বল আজ হয়েছে নিপাত।

প্রতিবাদী কণ্ঠে গর্জে ওঠো
   সবলের সঙ্গে করো প্রতিবাদ,
টুটি চেপে ধরো সবলের
সবল কে করো নিপাত।

সারা বিশ্বে যত দুর্বল
  হাতে রেখে হাত,
অত্যাচারীকে ধ্বংস করো
    করো উৎখাত।