এক যুগ আগে
         দেখেছিলাম যাকে,
মামার বাড়ির সেই
জোড়াদিঘির সান বাঁধানো ঘাটে।

চার চোখে দেখা
      মনে মনে কথা,
আসল কথা হয়নি বলা
       হৃদয়ে ছিল গাঁথা।

রঙিন স্বপ্ন এঁকেছি অনেক
      অপেক্ষায় ছিলাম শুধুই,
          শুভ লগ্নের আশায়।
অনেকদিন পর

          আবার যেদিন দেখা,
নাকে পড়েছে ববিতা
আর ঘুমটা দিয়েছ মাথায়।
শুধালাম আমি ওগো হেমাঙ্গিনী,

মেঠো পথে চলেছ তুমি কোথা
      অপলক চোখে সে
             চেয়ে আমার দিকে,
বাকশক্তি রুদ্ধতার
           বলেনি কোনো কথা।