ভাষা নিয়ে আন্দোলন
হয়েছে অনেক দেশে,
   রক্তে রাঙা মাতৃভাষা
     শুধু বাংলাদেশে।
উনিশ শত বায়ান্ন সালের একুশ ফেব্রুয়ারি
আট ই ফাল্গুন বৃহস্পতিবার,
  সম্মিলিত মিছিল হল
      ছাত্র জনতার।
সেই মিছিলে শহীদ হলো
সালাম,জব্বার,রফিক,বরকত ভাই,
রক্ষা হলো মাতৃভাষা
কিন্তু তাঁরা নাই।
অমরত্ব রেখে গেছেন
মাতৃভাষার জন্য,
বাংলা ভাষায় লিখি পড়ি
তাই তো মোরা ধন্য।
তাদের কথা স্মরণ করি
আট ই ফাল্গুন এলে,
শহীদ মিনারে শ্রদ্ধা জানাই
চোখের জল ফেলে।