আমি বর নারী
মমতাময়ী নারী,
নির্যাতনের শিকার কিন্তু
সারা বিশ্ব জুড়ি।
নারী ছিল বাজার পণ্য
ভাগ্য বিড়ম্বনা,
নগদ টাকায় হাত বদল'
চলত বেচাকেনা।
সেই নারীদের জীবিত কবর
হইতো আরবদেশে '
ইহুদির ঘরে দাসিত্বে জীবন
কেটেছে দুঃখ ক্লেশে।
ভাগ্য এখন নিজেই গড়বো
পরোয়া করবোনা কারো,
নিপীড়কদের মুখে লাথি
জ্ঞানে হব বড়।
আমি নারীর কর্মগুণে
হবে ঊর্ধ্বে স্থান,
সারা বিশ্বে নারী পাবে
পুরুষের সম মান।