তন্দ্রা হারা নয়ন দুটি
ঝর্ণাধারার মতো
কেন জানি এত জল
ঝরে অবিরত,
স্বয়নে স্বপনে আমি
ভাবি যার কথা,
কেমনে জানাই ওরে
মনের পোষা ব্যথা।
হৃদয় চিরে যদি
দেখাবার হতো,
চিরিয়া দেখাইতাম
আছে যত ক্ষত।
চোখ বুজলেই পাশে ঘুরে
ধরতে যখন চাই,
চোখ খুলে চেয়ে দেখি
সে তো কাছে নাই।