সময়ের গতিতে সময় চলে
ধারে না কারো ধার,
স্রোতস্বিনী মানে না কখনো
চলে দুর্বার।
সুধাকরেরআলো,সবিতারকিরণ
বিলায় সর্বক্ষণ,
কেউ কি পেরেছে তাহা
করিতে বারণ।
ঝরনা যেজন করেছে সৃজন
তারই ইশারায়,
পাহাড় হতে ঝর্ণাধারা
সদা বয়ে যায়।
রাজাধিরাজের বশ্যতা স্বীকার
করেনি কখন,
পবনের গতিতে পবন চলে
বিলায় অক্সিজন।
চৈত্রের খরায় ঝিম ধরে যখন
সবুজের বন,
দেয়া গর্জিয়া বৃষ্টি ঝরিয়ে
শীতল করে তখন,
মায়ের চরণ।