বধু নষ্ট খেয়াঘাটে
মেয়ে নষ্ট ঠাটে
কুসঙ্গে পুত্র নষ্ট
নাতনি নষ্ট হাটে।
বাঘের মাসি বিড়াল তপস্বী
ব্যাজার গরম ভাতে,
উচিত কথায় বন্ধু ব্যাজার
জ্ঞানীগুণীর মতে।
সস্তা কলায় চিড়া নষ্ট
ত্বক নষ্ট শীতে,
নদীর কূল ভেঙ্গে নষ্ট
ভাদ্র মাসের স্রোতে।
যৌবনকালে সর্ব সুখী
বন্ধু জোড়ায় জোড়ায়,
বয়স কমে বৃদ্ধ হলে
সেই তো কপাল পোড়া।
সুসময়ে বন্ধু মিলে
কু সময়ে নয়,
জয় থাকতে ভঙ্গ ভালো
সর্ব লোকে কয়।