দৃশ্যমান পদ্মা সেতু
   পদ্মা নদীর বুকে,
দুই পাড়ের মানুষ আজ
হাসছে মনের সুখে।

    জনগণের অর্থায়নে
    হলো পদ্মা সেতু,
   সমালোচকদের গাত্রদাহ
সব সমালোচক ভিতো।

  উন্নয়নের রোল মডেল
    এখন বাংলাদেশ,
সারাবিশ্বে রব উঠেছে
    বেশ হাসিনা বেশ।

শেখ হাসিনা দেশের গৌরব
      মোদের অহংকার,
বাঁধার প্রাচীর ঠেলে তুমি
        হচ্ছ আগুসার।

মাথা গোঁজার ঠাঁই পেয়েছে
      বাস্তোহারা জন,
দুংখীর মুখে চাঁদের হাসি
     তোমারি কারণ ।