নীল গগনে বর্ষা কন্যা
         ডাগর চোখে চায়,
সাঁঝের ভেলায় উঠি কন্যা
       ঘুরে নীলিমায়।

ডাগর চোখে বিজলি স্ফোরণ
            ধরায় আলোকচ্ছটা,
গুরু গুরু আওয়াজ তুলি
          হঠাৎ বর্ষে ঠা ঠা।

ও কন্যার মেঘবরণ কেশ
        পরনে তার নীলাম্বরী,
রূপের নেই তো শেষ।


সে যে নেচে নেচে
      থমকে থমকে,
ঝড়ে সর্বদা।

বর্ষা কন্যার একতারাতে
        বাজে বৃষ্টির গান,
বিরহিণীর বক্ষ মাঝে
        ছটফট করে প্রাণ।

মাঝে মাঝে দুরন্ত সে
       ঝাপটা দিয়ে যায়,
ঝাপটা খেয়ে কদম্ব ফুল
       দুলে বাহবা।