পুরুষ বেশ ধারণ করে
ঘোড়ায় সওয়ার হয়ে,
রণাঙ্গনে গেল সখিনা
কেউ ভাবেনি মেয়ে।
রণাঙ্গনে পরিচয় দিল
ফিরোজ খাঁ মোর ভাই,
উমর খাঁর যত সৈন্য
করব ধরাশায়ী।
দুধর্ষ আক্রমণে,ওমর বাহিনী'
বিপন্ন যখন প্রায়,
ঐ মুহূর্তে মিথ্যার আশ্রয়
নিলাে ওমর খাঁ।
মিথ্যা খবর প্রচার করলো
ধূর্ত ওমর খাঁ,
সখিনাকে তালাক দিছে
স্বামী ফিরোজ খাঁ।
মিথ্যে খবরে,বিহ্ববল সখিনা
ভূলুণ্ঠিত হলো,
প্রাণ পাখিটা উড়ে গেল
মৃতদেহ রইলো।
মাথার মুখোশ খুলে গেল
ছড়িয়ে পড়ল কেশ,
সখিনাকে চিনলো ওমর
হৃদে আসলো ক্লেশ।
আহাজারি করতে লাগল মেয়ের লাশটি নিয়া,
কপালেতে থাপ্পর দিল
কান্দিয়া কান্দিয়া।
(পঞ্চম পর্ব টি দেখার অনুরোধ রইলো)