পতিব্রতা নিথর দেহ
এলো মেলো কেশ,
ঘুমিয়ে গেলো শ্রান্ত হয়ে
ফুরিয়ে গেল ক্লেশ।
পৈথানেতে ভূলুণ্ঠিত
বীর সখিনার মা,
সিথানেতে করছে রোদন
দেওয়ান ওমর খাঁ।
সখিনা বিবির মায়ের রোদনে
কাঁদছে প্রতিবেশী,
সখিনার তরে স্তব্ধ বাতাস
স্তব্ধ সূর্য,শশী।
প্রেম সমাধি হলো তার
প্রেমের প্রতিদানে,
চির নিদ্রায় শায়িত সে
কুমড়ী নামক স্থানে।
জামাতাকে মুক্তি দিলো
শশুর ওমর খাঁ,
জমিদারি ছাড়লো ফিরোজ
মাজার ছাড়লো না।
গোরে দিতো সন্ধ্যে প্রদিপ
গণ্ড বিজতো নীরে,
বেভুল মনে হঠাৎ হঠাৎ
ডাকতো সখিনারে।