তোমায় ভালোবাসিতে না পারিলে,
কলম যে মোর জাগবে না কো।
তোমার ভালোবাসা না পাহিলে,
হৃদয় যে মোর গাইবে না গো।
তবে আমি লিখব কেমনে,
তোমায় নিয়ে প্রেম কবিতা!
বলো আমায় বলো তুমি-
ওগো প্রিয়তমা!
শ্রাবনের ধারার শব্দের মাঝে,
তোমার কন্ঠ না পাইলে খুঁজে;
লিখিব আমি কেমন করে-
বৃষ্টি ভেজা কবিতা।
বরষার দিনে তোমার যৌবনে,
কবিতা মোর শিহরিত না করিলে।
ব্যার্থ হবে কলম যে মোর,
তৃপ্তীহীন হবে কবিতা!
©fb/modhumokkhika.bd