স্বপ্নবাজ
ভেবেছিলো এই যুদ্ধের পরে পৃথিবী বদলে যাবে ।
ভাবছে এই মহামারীর পরেই পৃথিবী বদলে যাবে ।
স্বপ্নবাজ প্রতিরাতে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে ,
আর জেগেওঠে কিছু  নতুন দুসংবাদ নিয়ে ।
প্রযুক্তি কত গল্প শোনায় ,
তবুও থামেনা নিরন্তর যাত্রা আরও অন্ধকারে ।
রুষ্ট স্রষ্টা  বুঝি আজ বলি চায় সব অনাচারের ।