---------------------------------------------
জীবনের রঙ্গিন মেলায় খুব মেতেছিলাম
ভোর হতে আলোগুলো রং হারাচ্ছে  
বয়স বেড়েছে
মৃত্যু চিন্তা উকি দেয়
তেমনতো কিছুই করা হয়নি নিজের জন্য
ভুলে গেছি তারে
যে কারনে পাঠালেন আমারে
জীবন মেলায় সব খুইয়ে যদি বলি
তোমায় ভুলেছিলাম
তোমার মানুষগুলইকেই ভালবেসে
তিনি কি আমায় করবেন ক্ষমা?