সময়টা খুব কঠিন হয়ে দাড়ায়
স্বার্থের সংঘাতে যখন প্রিয়জন অচেনা হয়ে যায়
সাধের জীবনে ঢোকে নোনাজল
হার জিতের পালায় দুরত্ব বাড়ে যোজন যোজন
যদিও আমারই চারপাশে তাদের বিচরন
তবুও বিচ্ছেদ কষ্টদেয় মৃত্যুর ন্যায়
কারন তারাইতো ছিল আমার প্রিয়জন
সহস্র্র সৃত্মির ঢেউ আছরে পড়ে মনের তটে সারাক্ষন
কদিনের জীবনে
কত আর পালাবদল