মনে মনে ভেবেছি রাঙ্গাব সাধের জীবন
পায়ে পা মেলাব সময়ের স্রোতে
বার বার আশাহত হয়েছি আর
হেরেছি নিয়তির কাছে
তাইতো গা ভাসিয়েছি সময়ের স্র্র্রোতে
দেখি নিয়ে যায় কতদুর
যেখানে গন্তব্য অজানা
পথ অচেনা
এভাবেও জীবন উপভোগ করাযায়
দীর্ঘ রাত শেষে
যেভাবে প্রতিদিন ভোর হয়।