সারাদিন খাইনি কিছুই
থাকিতে ঘর ভর্তি খাবার
খোদার নির্দেশে

রমজানের সওগাত
খোদা বলেছেন
নিজে দেব এর পুরস্কার বান্দারে

দিনভর পানাহার পরিহার যেন শুধুই উপোস নাহয়
খোদা চাহে নিজেকে সংযত কর সব পাপাচার হতে
উপলব্ধি কর ক্ষুর্ধাতের কষ্ট আর খোদার নেয়ামত

রমজানের সওগাত
রহমতের দোড় খোলা
সারাজীবনের পাপে দগ্ধ আত্মা
খোজ মহিমান্নিত সেইরাত
শ্রেষ্ঠ সহস্র রজনী হতে
মিলেগেলে সেই মাহেন্দ্রঙ্কন
এক লহমায় হয়ে যাবে সব মাপ
চেয়ে নাও যতপার
ইসলামের সুশীতল ছায়ে জুড়াও প্রান

রমজানের সওগাত
যে পেয়েছে এ সুযোগ
সেই ভাগ্যবান
মৃতেরা কাঁদে হায়
একবার যদি ফিরে পেত আবার
রমজানের সওগাত