হিন্দি সিনেমা দেখে সেই আদলে কত রংঙিন প্রেম হয়
তামিল সিনেমা দেখে বিভৎস ধর্ষন হয়
হলিউডের ছবি দেখে নিশংস হত্যা হয়
নেশার জগতে কতজন জীবন দিল
অথচ ভালো ভালো কথা লেখা কবিতা পড়ে
একটাও ভালকাজ করার প্রমান মেলেনি
হাজার বিনোদনের মেলায়
কবিতা বোধহয় খুব একঘেয়ে হয়ে গেছে
তবুও কবিতা লিখি
হয়তো সে কবিতা ফাগুনে প্রেমিক প্রমিকার মুখে মুখে ফিরবে না
হয়তোবা কোন এক বিপ্লবে স্ফুলিঙ্গের ন্যায় পথ দেখাবে
কিম্বা আমার সুখ দুখ গুলো
কারো জীবনের সাথে মিলে গেলে গোপনে হেসে উঠবে
সেই প্রতাশ্যায়।