এক নিতিহীন বেনিয়া আর
এক বোকা আবেগী রাষ্ট্র প্রধানের লড়াই

বোকা রাষ্ট্র প্রধান শেখেনি
অন্যের অর্থে যুদ্ধ হয় না
বোঝেনি আসম যুদ্ধের পরিনাম
কিভাবে চুকাতে হয় তার দাম

এর চেয়ে ঢের ভালছিল সন্ধি
বেচে যেত এতগুলো জীবন আর সম্পদ

যুদ্ধে প্ররোচনা ছিল প্রতারনার ফাঁদ
আসলে শকুনের চোখ পড়েছিল
সম্পদশালী রমনীর যৌবনে
সংকল্প আটে লম্পটেরা তা লুট কররে বলে
আর এভাবেই দস্যুরা লুটে নিয়ে গড়ে তোলে
সুরম্য্য অট্টালিকার পাপের শহর আর ভোগের জীবন

বিশ্ব বিবেক পাথর চোখে সাক্ষী হয়ে রয়
যেভাবে সম্পদের লোভে ধ্বংশ হতে দেখেছে
ইরাক, লিবিয়া,আফগান,সিরিয়া কিম্বা গাজা

খোদার ধ্বংসই আজ একমাএ ভরসা
থামাতে পারে দেশে দেশে অসহায় মানুষের কান্নার রোল