ইতিহাসের পাতা উল্টে নতুন ইতিহাস লেখা হয়
আমরা দেখছি ইতিহাস মুছে ইতিহাস লেখার অপচেষ্টা
ইতিহাসের বড় দুসময় চলছে
চব্বিশ হতে পারে নতুন ইতিহাস
একুশ কিম্বা একাওরের গৌরবউজ্জল ইতিহাস বিদ্বেষীরা
ইতিহাসের শত্রু
এই চক্রান্তকারিরা জাতীর কোন মঙ্গল বয়ে আনবেনা
প্রভাতফেরির মানুষের পদচারনার ধুলোয় উড়েযাক
ইতিহাস বিকৃতির আহম্মকেরা
মানুষের প্রানঢালা শ্রদ্ধা আর আভিবাদন
বয়ে  আনুক নতু প্রভাত
স্মৃতিতে চির অম্লান হয়ে থাক অমর একুশ।