মাঝে মধ্য নিরবতার মাঝে
খুজে ফিরি ভাললাগার অজানা সুর
মাঝে মধ্য নিরবতার মাঝে
খুজে ফিরি প্রকৃতির বিশালতারে
কেমন করে মাঠের মাঝে একটা গাছ
বহু বছর একাকী দাড়িয়ে রয় কিম্বা
এতো মানুষের মাঝেও নিজেরে একা মনে হয়
নিরবে দেখি তোমাদের ভালবাসা কিম্বা চোখের জল
শেষ বিকেলে দিগন্তে সুর্যাস্ত আর ফুটেওঠা সাঝের আলোয়
ঘোরে আচ্ছন্ন নিস্তব্ধ পৃথিবীতে শব্দকে ঘাতক মনেহয়
প্রকৃতির ছন্দ শুনতে কানপাতি নিরবতার মাঝে
শুনি ঝর্নার নেমে আসার শব্দ
নিষুতি রাতে বৃষ্টির ঝড়ে পড়ার ছ্ন্দ
জোৎস্নারাতে নদীর নিরবে বয়ে চলার শব্দ
কিম্বা বৃষ্টির শেযে বয়ে যাওয়া ভারি বাতাস
তাইতো মাঝে মধ্যে আমার নিরবতা
প্রকৃতির সাথে মিশব বলে