যাদুকর তুমি ক্ষমতায় গেলে
সাজো স্বৈরাচারী সর্বগ্রাসী ।
আর ক্ষমতা থেকে ছিটকে পড়লে
কবিতা শোনাও মানবতার ।
তোমার যাদুতে সবভুলে
জনতা ধোকায় পরে বার বার ।