লক্ষ্য মুসলিম ছুটে আসে তাদের মুখে ওয়াজ শুনবে বলে
মোনাজাতে কেদে বুক ভাষায় যদি গুনা খাতা হালকা হয়

তুরাগ পাড়ে খোদার শানে মাহফিল হবে
সেখানেও মতের নামে দলাদলি, নিয়ন্ত্রনের নামে হত্যা

কোরআন হাদিস সাক্ষ্যদেয়
মক্কার কাফেররা শহীদ করেছে অনেক মুসলিমকে
মক্কার ক্ষমতা যেন হাতছাড়া না হয়

হাদিস কোরআন জানা লোকগুলা আজ নিয়ন্ত্রনের  নামে
ভাইকে কোপাইয়া মারে কোনক্ষমতার লোভে

সে জানে খোদার বানীরে ❝অন্যায় ভাবে মানুষ হত্যা মহাপাপ❞
তবে কি সবই লোকদেখানো ?
সবই ক্ষমতার পায়তারা,আমলের নাই বালাই

আজ কোরআন হাদিসের বই পরে রয়
ধর্মের প্রতি বিশ্বাস তলানিতে
দেশে দেশে কাদে মুসলিম ইহুদি নাছারার মার খেয়ে
আমরা শান্তির ইসলামের বিশ্ব বিজয়ের স্বপ্নদেখি ভাইকে হত্যাকরে

❝শান্তির ধর্ম ইসলাম❞
মানবের তরে খোদার এই বানীরে পৌছানো ছিল মোর কাজ
এরবেশী কিছু তো নয়

মেষপালক তো ইসলামের বিজয় এনেছিল জগতেরে ভালবেসে
সবভুলে মুসলিমের হাতে আজ রক্তাত্ব ইসলামের পতাকা
প্রশ্নজাগে, হত্যায় রক্তাত্ব হাতের মোনাজাত কি পৌছায় খোদার দরবারে ?