দুখের জীবন সমুদ্রে সাতরাতে সাতরাতে
অমোঘ নিয়তি মৃত্যু এসে হাজির
সুখের তীরে রোদপোহানো  রয়ে গেল স্বপ্ন হয়ে।
ওপাড়ে ভাল থাকবেন কষ্টের ফেরীওয়ালা
কবি হেলাল হাফিজ ।