মুক্তিরযুদ্ধে স্বাধীনতা ছিনিয়ে আনা দলটি
আজ নির্বাসিত স্বৈরাচারী হিসাবে
দূর্ভাগার দেশে আজ অবাক বিস্ময়ে দেখি
স্বাধীনতা বিরোধী রাজাকার আর তার দোসররা
দিচ্ছে গনতন্ত্রের বক্তৃতা
খাওয়াবে নাকি মুক্তির মেওয়া
যারা নিজ ধর্মকে জিম্মী করেছে
রাজনিতীর ফায়দা লোটার খেলায়
সময়ের ঘুর্নিপাকে জাতি হারাতে বসেছে
অর্জিত সব গৌরব, ইতিহাস আর ঐতিহ্য
সময়ের এ পরিবর্তন খুব কঠিন
আর এটাই বাস্তবতা