শহরের জলবায়ুতে তারা হারিয়েছে হৃদ্যতা
যান্ত্রিকতা খুব স্বার্থপর করেতুলেছে মানুষগুলোকে
ব্যাস্ততার বড্ড বেশী অভিনয় চারিদিকে
নিছক আনন্দের সময় কোথায় জীবনে
তাইতো পৌষ পাবনের মেলা, যাএাপালা কিম্বা
গ্রামের পিঠে উৎসবে জড়ো হওয়ার নির্নমল আনন্দও চোখে পড়ে না
কৃষকেরা শ্রমিক হয়েছে, নতুন সংস্কৃতিতে
থার্টিফাষ্টের রাতের আধারে আনন্দে সবাই মাতোয়ারা হয়
কষ্টগুলোকে চেপে রেখে মুখোশের আড়ালে
রাত শেষে সবাই অচেনা
আসলে সবাই কষ্টগুলোকে আর নিজেকে লুকাতে চায়।