ছোট মেয়েটি একদিন মেলায় যায়
চোখে লাগে হাজারো রংয়ের ঝিলিক
মনে উকি দেয় হাজারো স্বপ্ন
এতো খেলনার পসরা সাজিয়েছে মেলাজুড়ে
সে দোকান থেকে দোকানে ঘুরে ফেরে
দেখতে থাকে একটার পর আরেকটা
সময় গড়িয়ে সন্ধ্যা
সে কোনটা নেবে বুঝতে পারেনা
মেলা ভাঙ্গে
সে ফেরে ভগ্ন  হৃদয়ে