ছাএরা আন্দোলনের ডাকদিল নতুন প্রত্যয়ে
সবাই সংহতি জানালো, আশায় দিন বদলের
এখন দৃশ্যমান দল বদলের ষরযন্ত্র
সবই হচ্ছে আগের মত
নতুন দলে নতুন নামে
বৃথাই যাবে সহস্র প্রান কিম্বা
আবার ও কি আসবে নতুন জুলাই ?
আমার লড়াই বারবার হোচট খায় প্রহসনে
আর গনতন্ত্রের ছেলেভোলানো গান নয়
কিম্বা স্বাধীনতার মেওয়া
সময় এসেছে নিয়মটা পরিবর্তনের