বিশ্বজুড়ে চর্চাচলে গনতান্ত্রিক সরকার প্রথার
গনতান্ত্রিক সরকার মানে নির্বাচিত ও পরিচালিত হবে জনগন দ্বারা
কথাটি আজ বড়ই বেমানান
কেননা রাশিয়ার সব নাগরিক চায়নি ইউক্রেনে ধ্বংসযঙ্গ
কিম্বা ইসরায়েলের সব জনগন চায়নি তাদের ট্যাক্সের পয়সায় অস্ত্র কেনা হোক
ফিলিস্তিনি শিশুটি হত্যার জন্য
আমেরিকার অধিকাংশ মানুয় একবারও চায়নি
দরিদ্রদেশ ধ্বংস হোক তাদেরই অর্থ আর অস্ত্রের যোগানে
অথচ হারমাদ রাস্ট্রযন্ত্র তা করছে হরহামেশাই তাদেরই অজান্তে
বিশ্বের কাছে তাদের শত্রুতে আর ঘৃনায় পরিনত করছে তাদেরই অজান্তে
রাস্ট্রযন্ত্র জাতির ধ্বংস ডেকে আনছে তাদেরই অজান্তে
অন্যের দেশের সমস্যা বলে পুরো বিশ্ব তাকিয়ে রয়
আমরা বারবার দেখেছি গনতান্ত্রিক সরকারের সময়ের আবর্তে স্বৈরাচারী হয়ে ওঠা
কিম্বা মতের বিরুদ্ধে গেলে জনতার বুকে গুলি চলে হরহামেশা
গুয়ান্তানামো-বে কারাগার হয়ে ওঠে আয়নাঘর
অথচ মানবতা বলে স্বার্থের লোভে যুদ্ধ নয়
মানবতা বলে ধর্মিয় জাতিগত বিদ্বে্ষ কাম্য নয়
মানবতা বলে মানুষ হত্যা মহা পাপ
তবে কি মানুষের তৈরি গনতন্ত্রের প্রথাটি আজ খুবই ক্রুটি পুর্ন ?