রাজা বানায় জনগন
চলবে রায় জনতার
তাইতো প্রজা দিনরাত খেটে মরে
হাটে. মাঠে. ঘাটে. শহরে. ব্ন্দর. আর দেশে বিদেশে
দেশটা যেন ভালো চলে
রাজা বল বুঝবে কবে
দেশতো কিছু স্হাপনা নয়
জনগনের ঘামের টাকায় সাজলো যে দেশ
দল যায় দল আসে
টিকে থাকে জনগন
জনগন বাচলে তবেইতো দেশ
তবুও রাজা রাক্ষস সেজে
কার স্বার্থে জনতার কন্ঠ রুখতে বুলেট মারে
রাজা প্রজায় যুদ্ধ করে
প্রজা মরে নির্বিচারে
রক্তে রাঙে রাজপথ
ঘৃনায় ভরে প্রজার মন
স্বাধীন দেশে
তবুও বল আর কতবার করব যুদ্ধ ?