ধর্মকে মানি
যতক্ষণ স্বার্থ টেকে
সত্য গোপন করি
লাভবান হব বলে
ধর্মকে ব্যাবসার মন্ত্র করি
লাভবান হব বলে
ভিরুতাকে পুজি করি
বেচে থাকব বলে
এখনি লাভ চাই
পাপকে আঁকড়ে ধরে
যদিও জানি
অমানিশার লম্বা রাত শেষে
ধর্মের সত্য ভোরের আলোর ন্যায় পূর্বেই ওঠে ।
সময় কোথায় ধৈর্য ধরার ।