দেশ স্বাধীন কিম্বা পরাধীন
সব অধীকার প্রতিষ্ঠিত হয়েছ
বুকে বুলেট ঠুকে দিয়ে
কিছু মানুষের আত্মদানে মসৃন সভ্যতার পদচলা
আর তারা উৎসর্গ করে যায় নিজেদের বারবার
কবে থামবে এ ধারা
মানুষ মানুষ হবে
স্বার্থ হরন করে
হঠাত লোভী পশু হয়ে উঠবে না আর
অধীকার প্রতিষ্ঠায় মধ্যযুগের হানাহানি নয়
সভ্যতা সব সমাধান করবে মানবতা আর যুক্তিতে
কবি বিপ্লব আর পরিবর্তন চায়
ভবিষ্যত শান্তির প্রত্যাশায়
নাহলে প্রশ্নবিদ্ধ হবে সভ্যতা