পচিশ বছর ধরে প্রতিদিন সকালে বাসে অফিসে যাই
কতইতো দূর্ঘটনা দেখি
কিন্তু ইদানিং মনেহয় যান্ত্রিকতা কেড়ে নিয়েছে মানবিকতা
সেদিন বাসটি একটি রিক্সাকে ধাক্কা দিয়েছে
রিক্সার যাএি মহিলাটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত
জনতা বাসটির পথরোধ করেছে
শোড়গোল বেধেগেছে.  দোষ কার ?
বাস চালক নাকি  রিক্সা ওয়ালার ?
কিছু পথচারী ঊদ্যত মহিলাকে হসপিটালে নিতে
কিন্তু হঠাত যাএীবেশী যন্ত্রুর আওয়াজ শূনতে পাই
❝এই রিক্সাডারে সামনে দিয়া সরা, টান দে, দেরি হয়ে যাচ্ছে❞
ভাবি কি বিচিএ ব্যাস্ততা
যা তাকে যন্তু বানিয়েছে
ভাবেনা এই রিক্সার যাএী একদিন হতে পারে সে নিজেই
তার বধু  কন্যা কীম্বা আত্মীয় পরিজন
স্বার্থপর ভাবে ওর বিপদ আমার কি
ভাবিসনি কাল তোর বিপদে যে রাস্তার পাশে মরে পড়ে রইবি