নশ্বর পৃথিবীতে
কর্মের শুধু বিচার হবে
ছুটে চলার প্রতিযোগিতা দেখলে মনে হবে
অবধারিত মৃত্যুকে সে ভুলে গেছে
সে অবিনশ্বর হবে, তাই বুঝি সম্পদ অর্জন করে
তাই সে লোভে পাপে অনিষ্ট করে নিরন্তর
সুখি হওয়ার পথ খোজে
একদিন শক্তি ফুরিয়ে আসে
পরকালের কথা মনে পরে
হতাশায় আরও ভেঙ্গে পরে
ভাবতে থাকে কিছুই নেয়া হবে না
দেখতে থাকে সবাই ছুটে চলছে তাকে ফেলে
পৃথিবী শুন্য স্থান রাখে না
অথচ স্বর্গের শান্তি অনাদিকাল ধরে চলবে
তার জন্য তো তেমন কিছুই করা হয়নি
মৃত্যু আসবে যখন তখন ।