অন্ধকারাচ্ছন্ন সে হীমবাহের রাতে
কস্তুরির ঘ্রানে উন্মও যেন আমি
গিয়েছিলাম তোমার পাজরে একটু ঊষ্ণতার খোজে
কিন্তু তুমি মোহাচ্ছন্ন আন্য এক আলেয়ার পানে
তবুও জড়িয়ে ধরেছিলাম তোমার পাজর
শুষ্ক ঠোট যেন উওাপহীন সুকনো খড়ি
তারপর জীবন মরুতে ভালবাসা খুজেফেরা
পথ হারানো তৃষ্ণার্তের দিকবিদিক ছুটেচলা
ধায় ভালবাসার মরিচিকার পানে
ভালবাসার প্রানভোমড়া
বন্দিআছে তোমার পাজরে