কখনও রাত দীর্ঘ হয়নি দুশ্চিন্তায়
কখনও ঘুম ভাঙ্গেনি বোমা ফাটার শব্দে
হটাৎ আমার সপ্নের বাগানে বুনোমোষ ঢুকে পরেনি
হটাৎ আমায় কেউ বলেনি চল যুদ্ধে যাই প্রিয়জনদের বাচাতে
হটাৎ স্বজনের মৃত্যু খবরে হৃদয় ভাঙ্গেনি
কখনও পেটপুরে খাবারের অভাব হয়নি আমার সন্তানের
কখনও বিদ্যালয় গুলো শরণার্থী শিবির হয়নি
নারীর সন্মান ধুলোয় লুটায়নি
কেউ বলেনি তোমার জীবন চলার পথ আজ থেকে ভিন্ন
তারপর স্বপ্ন ভাঙ্গার হতাশায় পালাতে গিয়ে প্লেনের চাকায় পিষ্ট হইনি
কারন আমি স্বাধীন দেশে জন্মেছি
আমার স্বপ্ন দেখতে বাধা নেই
ধন্যবাদ হে স্বাধীনতা