তরে ভালবাসলাম মনমজাইয়া
ভাবিনাই হিসাবের গরমিল    
সাধের জীবন খড়ায় পোড়ে
আমি যে সামর্থ্যহীন

বিবাদের বাগান আমার বাড়ে দিনে দিন
তাই জীবন হইল গোঁজামিল
মন চায় শুধুই তোর পিরিতি

বন্ধুরে তোর মনডা ছাড়া সুখ হইবোনা মিলনে
আজ মন কান্দে শুধু একটা বৃষ্টির লাগি
ধুইয়া গেলে সব আবরন
দেখবোরে তোর মুখখানি