সোনালি,    
অভাবের তারনায় নিজের সন্তান বিক্রির
আরেক নাম বুঝি দত্তক দেয়া ?

সোনালি,    
তাও ভাল তুমি আমাদের বুঝতে দাওনি
অভাবে পরলে মা ও সন্তান বিক্রি করে
কারন আমরা আজও জানি
মা সন্তানরে আগলে রাখে নিজের জীবন দিয়ে।
সভ্যতা, উন্নয়ন, সুরক্ষানিতী, দেশ কিম্বা বিশ্ব অর্থনীতি
সবাই ব্যাস্ত, কিন্তু জানিনা এত আয়োজন কাকে নিয়ে

সোনালি,  
পশুদের গল্প শুনেছি
বাঘ ক্ষুধার তাড়নায় নিজের বাচ্চাকেই খেয়েফেলে
আবশ্য এখন প্রাইয়শই দেখি পাপের ক্ষুধা লুকাতে
অনেক নবজাতককে শহরের রাস্তায় কিম্বা
ডাস্টবিনে ছুড়ে ফেলা হয়

সোনালি,  
সভ্যতা কি তবে “ক্ষুধা”র কাছে হেরেই যাবে ?


প্রেক্ষাপট : সোনালি নামের দরিদ্র মহিলাটি অভাবের তাড়নায় তার ছোট ছেলেটি কে অল্প কিছু টাকার বিনিময়ে বাজারে বিক্রি করে দেন, সাংবাদিক ও মিডিয়াতে বিষয়টি জানাজানির পর সে ভাষ্য দেন যে, তিনি সন্তান বিক্রি করেননি দত্তক দিয়েছিলেন।