কোলাহল ফেলে ঢুকেপড়ি ফাকা রেলষ্টেশানে
যেন ঘুমায় নীরবতার কাথামুড়ি দিয়ে
তাকিয়ে ত্থাকি লাইনের পানে দূর সীমানায়
ওখানে আকাশে গোধূলির রাঙা সাজ
চারিদিকে সবুজের বিছানা
হারিয়ে যাই আনমনে
একসময় হুইসেল বাজিয়ে ট্রেন আসে
কোলাহল বাড়ে
যাত্রীরা নামে ওঠে
নানান যাত্রীর নানান রঙ
চারিদিকে সন্ধ্যা নামে
ষ্টেশানের বাতিগুলো জ্বলতে থাকে কি এক মোহমায়ায়
আমি ফাঁকা বেঞ্চিতে বসে একাকী জীবনের রঙ দেখি ।