কিছু প্রয়োজনীয় সামগ্রী
এক এক করে একত্র হয়েছে  ;
সন্ধ্যের সন্ধিক্ষণের বেদনা,
শেষরাতের নিদ্রাহীন ক্লান্তি,
প্রণয়ের পরাজিত হৃদয়
প্রভাতের স্বপ্নভঙ্গের ভ্রান্তি ।

টুকরো কথার আঘাতে,
তাসের মহল বারেবারে
ভেঙেছে আর গড়েছে ;
তবুও ফাটল রয়ে গেছে
অবহেলায় অগোচরে ।

আরো কিছু বাকী
শেষ প্রস্তুতিটুকু ;
একটি নির্বাক প্রহর,
একটি ভোরহীন রাত্রি ।

চাঁদ পূর্ণ হবে ষোলোকলায়
পূর্ণিমায় জ্বলে জ্বলে;
ঘুমভাঙা শিশুর ক্রন্দন
শেষবার কানে বাজবে;
নিদ্রা এনে দেবে চোখে
যাত্রা শেষের শ্রান্তি ।