সময়ের সাথে চলা হয়নি,
আমি পারিনি অনেক কিছু করতে !
মনের গতির কাছে হেরেছি ,
আমি পারিনি মনের কথা বলতে !
রোজ দিনের শেষে রাত এসেছে ;
স্বপ্ন সুখের দেখা হয়নি ।
ফেলে আসা কত কিছু পরে আছে ;
কুড়িয়ে নিয়ে আসা হয়নি !
এগিয়ে গিয়েছে সব সাথীরা ,
হারিয়েছি আমি মাঝ পথে !
নাগরদোলার সেই ঘূর্ণি ,
আমি পারিনি পিছু ফেলে আসতে ।
আলোকিত ওদের শহর সব
আঁধার ঘনিয়েছে আমার ঘরে ;
সময়ের মতে চলা হয়নি,
আমি পারিনি অনেক বাঁধা ভাঙ্গতে ।