হটাৎ সেদিন অকারনে,
পথের কিশোর এক
দৃষ্টি টানে !
কেন জানিনা সেদিন ,
পথ কিশোরের বুকে,
জীবনের দাগ গুনেছি ;
অসম্ভব কিছু স্বপ্নের ছবি
চোখের তারায় দেখেছি ।
সুখের দোলনায় বসা
বাড়ন্ত বালকের চোখে
থাকেনা এমন দৃষ্টি ;
তারা শুধু হাসতে জানে
হাসি দিয়ে অশ্রু লুকোতে জানেনা ।
তাদের কান্নায় আহ্লাদ আবদার;
বেদনার ছোঁয়া থাকেনা ।
পথ কিশোরের চোখ দুটি
শুকনো রুটির খোঁজে থাকে
কাদতে জানেনা সে, জানে
কাঁদলে জগৎ ভেসে যাবে ।
তার রাতের স্বপ্ন শুধুই
এক টুকরো রুটি ঘিরে ।
রঙ্গীন ফুল পাখী আর আকাশের
স্বপ্ন তুচ্ছ তার কাছে
ওরা তো সাথেই আছে ,
শুধু এক টুকরো রুটি
অলীক স্বপ্ন তার কাছে ।