আকাশের নীল শূন্যতা,
মাটির ধু ধু প্রান্তর ;
শেষ হীন পথের ক্লান্তি
আজ শুধু এই অনুভব !

হৃদয়ের শত লিপ্সা
একটি একটি করে ভাঙ্গা ;
সময়ের কত অবিচার
স্বপ্নরাও হয়েছে নীরব !

নৈঋতে ডুবেছে কখন,
অরুণ আশার সাথে ;
কুয়াশার হৈমন্তী আকাশে
আজ পথহারা পাখি সব !

কল্পনার দোয়াতটা আজ
ভেঙ্গেছে কার আঘাতে ;
স্তব্ধ হয়ে আছে
হৃদয়ের সব কলরব ।