দিনের সাথে চলে যায়নি
রাতের আকাশে মিশে যায়নি;
অবুঝ স্মৃতি গুলো কেন
আজো সাঁঝে দেখা দেয় !
সে না জেনেই মনে ব্যাথা দেয়।
আকাশ যখন ভাসে রঙে,
সূর্যের শেষ আলোর সঙ্গে ;
আবার আঁচল ভিজে যায়
সেই দিনের রঙে মিশে যায়।
একটি দুটি করে,
রাতের আকাশে তারা ফোটে ;
সব রঙ মুছে যায় আঁধারের বুকে ।
আবার দুচোখ ভরে যায়,
তারা হয়ে ঝরে পড়ে যায় ।
ভুল বোঝার পালা শেষ হয়নি ,
আশার মেলা ভেঙ্গে যায়নি ;
আজো সাঁঝে দেখা দেয় ,
সে না জেনেই মনে ব্যাথা দেয় ।