ব্যাস্ত বন্ধুরা একবার শোনো,
একটু সময় রেখো ;
নয়তো এ কাঁপন ধরাবে ফাটল,
একবার ভেবে দেখো ।

যেখানে মায়ের কোলে
শিশুর প্রথম বুলি ফোটে,
নির্দোষ নারীরা সেখানে
কেন এত লাঞ্ছিত !

মানলাম তারা দুর্বল প্রাণ,
সবলের জয় এখানে ;
তাহলে কি আর মানুষ পশুতে
বিভেদ থাকল সেখানে !

পাশবিকতা বলতেও বাঁধে,
কেন পশুদের ছোট করি ;
পশুরাও তো কামনার তরে
এমন করেনা জানি ।

উত্তর চাই বলব যে কাকে
উত্তর দেবে কারা ?
রকেট চলেছে চাঁদের পানে,
আকাশ জেতা চাই ;
ওপর তলার খবর আছে
জমির খবর নাই !

কি করি বলোতো
আমিও যে নারী,
আমিও যে ভয় পাই ;
রাতের পথে বারে বারে,
পেছন ফিরে চাই ।