এই ইচ্ছে বিরোধী ইচ্ছেগুলো
কেন বুকের মাঝে জাগে ?
তোমার নতুন বাসরটাকে
ভেঙ্গে দিতে মন মাগে !

তোমার নবোড়ার কপালের সিঁদুর
হাতের বালা, লাল শাড়ি ;
বছর পরেও আমার বুকে
রক্তের আঁচড় কাটে !

এই ইচ্ছে বিরোধী ইচ্ছেগুলো
কত সুখের ঘর যে ভাঙ্গে !

আমার দেখা স্বপ্নগুলো
কেন তোমার সংসারে ?
তোমার ঘরের খুঁটিনাটি মাঝে
আমার মন পড়ে থাকে !

তোমায় নিয়ে ঘর বাঁধার
সেই বিদ্রোহী আশা,
আজও মনে মনে কত
রক্ত চোখের শাসন ভাঙ্গে !

এই ইচ্ছে বিরোধী ইচ্ছেগুলো
কত অলীক স্বপ্ন দেখে !