গোলাপ তুমি
       ঝরলে কেন
            এই সকালে !

ওই তো দূরে উঠলো অরুণ,
     এই তো হলো ভোর ;
ওই তো গাছে জাগলো পাখী,
      এই তো খোলে দোর ।

এক ধারেতে সূর্যমুখী,
       এক ধারে মল্লিকা ;
মাঝখানে তে গোলাপ রানী
       ছিলে কতই গর্বিতা ।

এই তো তোমার
         চাওয়া পাওয়া ,
এই্ তো তোমার প্রাপ্তি ;

গোলাপ তবে
       মরলে কেন
            এই অকালে !