খুলেছি হিসেব খাতা
কি পেয়েছি কি পাইনি;
রাত ভোর নির্ঘুম
কাটবে প্রহর।
পুরাতনের শোক
না নতুনের আবাহন;
রেখে যেতে হবে কোনো
স্থায়ী সাক্ষর ।
জীবনের অকূল পারাবার,
দিশাহীন হয়েছি বারবার ;
ডোবেনি এখনো যে তরণী,
তীর ভ্রমে করে দিগন্তপার !
অনুভবের সীমানা ছাড়িয়ে,
হৃদয়ের আসমান হারিয়ে
বয়েছে ভাঙনের অশ্রু,
কতবার দুই কুল ছাপিয়ে ।
ভুল যত ছিল ভেঙ্গে গেছে,
ভ্রান্তির সাধ সব মিটেছে ;
এ গগন নীল আছে এখনো,
দিনের আকাশ রাতে মিশেছে ।
আধফোঁটা ফুল হয়ে হৃদয়ের
না বলা না জানা কথা রয়েছে;
হয়তো ওরাই আজো
অবুঝ মনকে বেঁধে রেখেছে ।
বাকী তবু থেকে যাবে কিছু,
এই শেষ রাতের আড়ালে ;
নতুনের শুরু হতে হলে
এ রাতকে যেতেই তো হবে ।