পথরোধ, অবরোধ,
বিরোধ করছ কার?
প্রতি ক্ষণে জন্ম দিচ্ছ
অগুনতি বিরোধিতার !
কি পাওনি তুমি শুধু
করছ তারই বিচার !
তুমি কি দিয়েছ জগতটাকে
ভাবছো কি একবার ?
তুমি দিয়েছ বাড়তি মুখ
বাড়াতে নিজের সংসার !
জনসংখ্যা বিস্ফোট জগতে
তোমারই উপহার ।
ভাবোনা একবার পৃথিবীটা
বাড়ছেনা আয়তনে ;
খাবার মুখগুলো বারাচ্ছো তুমি
না জানি কার সম্মানে !
কর্মহীন যৌবন আজ
মতিভ্রমের জালে ;
এই উপহার দিচ্ছ তাদের
তুমি নিজের ভুলে ।
স্বার্থ ছেড়ে দাড়াও ঘুরে
একটিবারের তরে ।
নিজের ভেবে ভালোবেসো
সবার জগতটাকে ।